ঢাবিতে ডেঙ্গুর প্রকোপ, প্লাটিলেট গণনার যন্ত্র আসছে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে মারা গেছেন এক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আগামীকাল রোববার রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘হল প্রশাসনগুলোকে আক্রান্ত শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজ নিতে বলা হচ্ছে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে। গতকালও পুরো ক্যাম্পাসে ওষুধ ছিটানো হয়েছে। আক্রান্ত হলে শিক্ষার্থীরা যেন তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করে।’

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার দাবিও জানিয়েছেন অনেক শিক্ষার্থী। প্রক্টর বলেন, ‘ক্যাম্পাস বন্ধ করা কোনো সমাধান নয়। আক্রান্তদের চিকিৎসা দরকার। নানা দিক থেকে ডেঙ্গু আক্রান্তরা আসছেন। এর মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে ভর্তি করাচ্ছে।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল মারা যান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির। আজ শনিবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে ফিরোজের গায়েবানা জানাজা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কয়েক শ লোকের অংশগ্রহণে এই জানাজায় অংশ নেন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামও। ফিরোজের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।