প্রাথমিক সমাপনীতে সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার গতবারের তুলনায় ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী কমেছে। তবে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী বেড়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই দুই পরীক্ষা। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী জানান, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন। মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিকে প্রায় সোয়া ২ লাখ পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জন্মের হার কমে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ২০১৫ সাল থেকেই পরীক্ষার্থীর সংখ্যা কমা শুরু হয়েছে।