জেডিসিতে পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নিজেদের ফলাফল দেখছে শিক্ষার্থীরা। ডেমরা, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নিজেদের ফলাফল দেখছে শিক্ষার্থীরা। ডেমরা, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের গড় হার গতবারের চেয়ে সামান্য বাড়লেও কমেছে জিপিএ–৫। এ পরীক্ষায় এবার পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ, গতবার তা ছিল ৮৯ দশমিক শূন্য ৪ শতাংশ। অন্যদিকে এবার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৬৮২ জন, যা গতবার ছিল ১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ গতবারের তুলনায় এবার জিপিএ–৫ কম হয়েছে ৩০৫টি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: