শিক্ষকতা নিয়ে এনএসইউতে সেমিনার

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামের কাছ থেকে সৌজন্য স্মারক গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। ছবি: সংগৃহীত
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামের কাছ থেকে সৌজন্য স্মারক গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সম্প্রতি ‘আমার শিক্ষকতা-দর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সিন্ডিকেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এনএসইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। তিনি শিক্ষকতা দর্শনের গুরুত্ব, এর বিভিন্ন উপাদান, এই দর্শন কীভাবে লিপিবদ্ধ করতে হবে এবং একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করনে আইকিউএসির পরিচালক নাজমুন নাহার। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম। তাঁর বক্তব্যে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন এবং একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএসইউ–এর উপউপাচার্য এম ইসমাইল হোসেন, আইকিউএসি সমন্বয়কারী মুহাম্মদ সাব্বির রহমান, মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা।