প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বৃহস্পতিবার ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের কারণে আজকের উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়। গতকাল বুধবার রাতে হঠাত্ করেই পরীক্ষা স্থগিত করার এ সিদ্ধান্ত জানানো হয়। বোর্ডের চেয়ারম্যান জানান, আজকের এ পরীক্ষাটি কবে নেওয়া হবে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত  নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে তা পরে জানিয়ে দেওয়া হবে।

গতকাল সারা দিন বিভিন্ন মহল থেকে প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। মোবাইল ফোনের এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ঢাকা বোর্ড বিষয়টি জানতে পেরে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলিয়ে প্রাথমিকভাবে এর সত্যতা খুঁজে পায়। এ কারণে শুধু ঢাকা বোর্ডে আজকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি স্থগিত করা হয়।