সাধারণ বিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী আজ সাধারণ বিজ্ঞান থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিরুপমাদের বাসায় টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ প্রায় সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহূত হচ্ছে। জুন মাসে তার বাবা ১০৫০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। বৃদ্ধ বাবা বললেন, ‘বিদ্যুৎ এনেছে সুখ ও স্বাচ্ছন্দ্য এবং পৃথিবীকে করেছে অতি নিকটে।’

ক. অ্যাম্পিয়ার কিসের একক?                                            ১

খ. ওহমের সূত্রটি ব্যাখ্যা করো।                                             ২

গ. প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা হলে নিরুপমাদের পরিবারে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছিল?           ৩

ঘ. নিরুপমার বাবার উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।          ৪

উত্তর: ক. অ্যাম্পিয়ার কারেন্টের একক।

উত্তর: খ. ওহমের সূত্র: স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক।

যদি বিদ্যুৎ প্রবাহ মাত্রা = I বিভব পার্থক্য = V

এবং রোধ = R হয় তবে,      ।

উত্তর: গ. এখানে, বিদ্যুৎ বিল = ১০৫০ টাকা।

প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য = ৭ টাকা।

সুতরাং ব্যয়িত বিদ্যুৎ শক্তি =        ইউনিট। = ১৫০ ইউনিট। 

                                                  ১৫০ ইউনিট।

উত্তর: ঘ. নিরুপমার বাবার উক্তিটির যথার্থতার আলোকে নিচে যুক্তি উপস্থাপন করা হলো:

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উত্তরোত্তর সমৃদ্ধির এই যুগে বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। গৃহস্থালি কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম যেমন: লাইট, ফ্যান, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, টিভিসহ আরও বিভিন্ন যন্ত্রপাতি বিদ্যুতের সাহায্যে চলে। এসব যন্ত্রপাতি আমাদের জীবনকে করেছে আরও বেশি আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময়।

তা ছাড়া রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, কম্পিউটার ইত্যাদি যেসব আধুনিক প্রযুক্তি বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে, সেগুলো সবই বিদ্যুৎ দ্বারা চালিত। বর্তমানে কম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন: ফেসবুক, টুইটার ইত্যাদির সাহায্যে পুরো পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। ফলে পৃথিবী একটি বৈশ্বিক গ্রামের মতো হয়ে গেছে।

প্রধান শিক্ষক, জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম