বাংলা ২য় পত্র

মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয়শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
দেওয়া হলো।
১. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ
২. এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. আদিতে খ. অন্ত গ. আদি অন্তে ঘ. মাঝে
৩. তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি—এটা কোন বাক্য?
ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য গ. খণ্ড বাক্য ঘ. যৌগিক বাক্য
৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা খ. কাঁচা সোনা গ. কাঁচা ইট ঘ. কাঁচা চুল
৫. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. অর্থের খ. প্রশ্ন চিহ্নের গ. সর্বনাম ও বিশেষ্য পদের ঘ. ক্রিয়াপদের
৬. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বিপ খ. প্রাচীন গ. দ্বীপ ঘ. দীপ
৭. রাজার দুয়ারে হাতি বাঁধা কোন অধিকরণ কারক?
ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক গ. অভিব্যাপক ঘ. আধারাদিকরণ
৮. হংসডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হংসের ডিম্ব খ. হংস ও ডিম্ব গ. হংস হতে যে ডিম্ব ঘ. হংসীর ডিম্ব
৯. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
ক. সারী খ. সারি গ. শারি ঘ. শাড়ি
১০. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. প্রতিপক্ষ খ. দর্শনমাত্র গ. প্রতিবাদ ঘ. সেতার
১১. সন্দেশ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি গ. দেশি ঘ. যোগরূঢ়
১২. বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. বাক্য খ. শব্দ গ. অর্থ ঘ. অভিধান
১৩. অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
ক. মিশ্র খ. তৎসম গ. প্রবাদ ঘ. বিদেশি।