নটর ডেম কলেজে প্রকৃতি সম্মেলন

প্রকৃতি সম্মেলন থেকে পাওয়া স্মারক হাতে শিক্ষার্থীরা
প্রকৃতি সম্মেলন থেকে পাওয়া স্মারক হাতে শিক্ষার্থীরা

প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে কী করে? ১৭টি দেশের অংশগ্রহণে ঢাকার নটর ডেম কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক প্রকৃতি সম্মেলন। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, কম্বোডিয়া, গুয়েতেমালা, ভারত, নেপাল, তুরস্ক, ইউক্রেন, উগান্ডা, উজবেকিস্তান, নিকারাগুয়া ও জাম্বিয়া।
নটর ডেম কলেজ ২৩ ও ২৪ জানুয়ারি এই সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনের প্রধান উদ্যোগগুলোর মধ্যে ছিল: নেচার অলিম্পিয়াড, আলোকচিত্র প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, পরিবেশবান্ধব প্রকল্প, কনফ্যাব সেমিনার, টার্ন কোট ইত্যাদি।
কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওর তত্ত্বাবধানে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা এ আয়োজন সম্পন্ন করেন।