থরথর করে কেঁপে উঠল

ক্রিয়ার রূপ  অংশ-৩

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

হাতি আর শেয়ালের গল্প
৩. আপনাকে রাজা হিসেবে বরণ করিয়া নিতে চায়।
উত্তর: আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
৪. থরথর করিয়া কাঁপিয়া উঠিল।
উত্তর: থরথর করে কেঁপে উঠল।
৫. গাছে গাছে পরম নিশ্চিন্তে বসিয়াছিল সে সব পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করিল।
উত্তর: গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল সে সব পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল।
৬. একবার তো কী জানি কী হইয়াছে।
উত্তর: একবার তো কী জানি কী হয়েছে।
৭. তাহাকেও পায়ের তলায় পিষিয়া মারিয়া ফেলিল।
উত্তর: তাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল।
৮. শেয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়িল।
উত্তর: শেয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়ল।
৯. ঐ দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হইয়া বসিয়া আছে।
উত্তর: ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে।
১০. আপনাকে রাজা হিসাবে বরণ করিয়া নিতে চায়।
উত্তর: আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
১১. হাতি সেই গর্তে তলাইয়া যাইতে যাইতে বাঁচাও বাঁচাও বলিয়া চিৎকার করিতে থাকিল।
উত্তর: হাতি সেই গর্তে তলিয়ে যেতে যেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকল।
১২. শেয়াল ততক্ষণে নদী পার হইয়া তীরে উঠিয়া আসিয়াছে।
উত্তর: শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে।
১৩. বনের সমস্ত প্রাণী তাহার পেছনে আসিয়া দাঁড়াইল।
উত্তর: বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়াল।
১৪. বনের যত প্রাণী ছিল, সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করিয়া সমস্বরে বলিয়া উঠিল।
উত্তর: বনের যত প্রাণী ছিল, সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল।

শব্দদুষণ
১. নিশিরাতে চেঁচামেচি করিও না, সবাই ঘুমিয়েছে।
উত্তর: নিশিরাতে চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
২. ভোরবেলাতেই পাখির কিচির মিচির শুনিতে শুনিতে আমার ঘুম ভাঙে।
উত্তর: ভোরবেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।

শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল