শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি জেলায় সেরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে শেরপুর জেলায় শীর্ষস্থান লাভ করেছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এই বিদ্যালয় থেকে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২২২ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।
জেলা প্রশাসন সূত্রে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, শ্রীবরদী, নকলা ও ঝিনাইগাতী উপজেলার ১৫৫টি বিদ্যালয় থেকে ৯ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৭৮টি বিদ্যালয়ের কেউ জিপিএ-৫ পায়নি। জেলা সদরের ৫৪টি বিদ্যালয়ের মধ্যে ২১টি, নালিতাবাড়ীর ২৬টির মধ্যে ১০টি, শ্রীবরদীর ২৭টির মধ্যে ১৮টি, নকলার ২৮টির মধ্যে ১৭টি এবং ঝিনাইগাতী উপজেলার ২০টি বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলামের ভাষ্যমতে, চলতি বছরের পরীক্ষায় সৃজনশীল অংশে অনেক শিক্ষার্থী ভালো করতে পারেনি। সম্ভবত এ কারণে আগের বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম।
গত বছর জেলায় জিপিএ-৫ পেয়েছিল ৭৫০ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৬১৯ জন।