ব্যবসায় উদ্যোগ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

১. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায় বলে গণ্য হবে যদি—

i. জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করা হয়

ii. শখের বশে করা হয়

iii. মুনাফার আশায় করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. ব্যবসায়ী মূলত কোন আশাতে ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন?

ক. সামাজিক মর্যাদা লাভের আশা   

খ. জমানো অর্থ কাজে লাগানো

গ. মুনাফা অর্জন করার আশায়        

ঘ. বেকারত্ব দূর করার আশায় 

৩. ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই থাকা উচিত—

ক. চাকচিক্য খ. ব্যস্ততা

গ. সেবার মনোভাব ঘ. অতিমুনাফা

৪. ব্যবসায়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ দিক হলো এতে—

ক. নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থাকবে

খ. অনেক লোকের কর্মসংস্থান হবে

গ. অনেক পুঁজি বিনিয়োগ হবে

ঘ. অধিক মুনাফার সুযোগ থাকবে

৫. দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে কোনটি বাড়তে থাকে?

ক. রজনৈতিক হানাহানি               

খ. অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা

গ. অভাব-অনটনের মাত্রা               

ঘ. বেকার সমস্যার পরিমাণ

৬. ব্যবসায়িক কর্মবিকাশের ধারাকে কটি পর্যায়ে বিভক্ত করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৭. প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

ক. বৃহদায়তন উত্পাদন                 

খ. ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ

গ. শহর ও বাজার সৃষ্টি

ঘ. মত্স্য ও পশু শিকার

৮. আধুনিক যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

ক. স্বর্ণ ও রৌপ্যমুদ্রার ব্যবহার

খ. কাগজি মুদ্রার প্রচলন

গ. শিল্প-কারখানার বিকাশ

ঘ. ব্যবসায় সংগঠনের উদ্ভব

৯. প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য  কোনটি?

ক. মত্স্য শিকার খ. কড়ি ও পাথর ব্যবহার

গ. কৃষিকাজ ঘ. দ্রব্য বিনিময়

১০. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ ঘটে—

ক. মধ্যযুগে খ. প্রাচীন যুগে

গ. আধুনিক যুগে ঘ. সাম্প্রতিক কালে

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মি. রাকিব স্থানীয় কৃষকদের উত্পাদিত সবজি ঢাকার কারওয়ান বাজারে পাইকারের কাছে সরবরাহ করেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে উত্পাদিত টাটকা সবজি শহরের ভোক্তারা ভোগ করতে পারছেন।

১১. মি. রাকিব ব্যবসায়ের কোন পর্যায়ে কাজ করছেন?

ক. উত্পাদন খ. শিল্প গ. বাণিজ্য ঘ. সেবা

১২. মি. রাকিব পণ্য বিপণনের কোন ধরনের বাধা দূর করছেন?

ক. তথ্যগত খ. ঝুঁকিগত

গ. সময়গত ঘ. স্থানগত

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর

অধ্যায়-১

১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. খ     ৭. ঘ ৮. গ ৯. খ ১০. গ ১১. গ ১২. ঘ।

সহকারী শিক্ষক, ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা