বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৩
১. পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০০টি খ. ১৯৯টি গ. ১৯৮টি ঘ. ১৯৬টি
উত্তর: ঘ. ১৯৬টি
২. দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো—
ক. আসিয়ান খ. সার্ক গ. ইইউ ঘ. আইএমএফ
উত্তর: ক. আসিয়ান
৩. একটি রাষ্ট্রের জন্য অন্য একটি রাষ্ট্রের সহযোগিতার দরকার পড়ে কেন?
ক. নিজেদের উন্নয়নের জন্য খ. ব্যক্তিবিশেষের উন্নয়নের জন্য
গ. আমলাদের উন্নয়নের জন্য ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য
উত্তর: ক. নিজেদের উন্নয়নের জন্য
৪. নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. ওআইসি খ. আইএমএফ গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
উত্তর: ঘ. আসিয়ান
৫. গত শতাব্দীতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: খ. দুটি
৬. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
উত্তর: গ. ১৯১৪ সালে
৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: গ. ১৯৩৯ সালে
৮। প্রথম বিশ্বযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত
উত্তর: ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত
উত্তর: গ. ১৯৩৯-১৯৪৫
১০. জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য ঘ. আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য
উত্তর: খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
১১. জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে
উত্তর: ঘ. ১৯২০ সালে
১২. হিরোশিমা শহরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়ায় খ. জাপানে গ. চীনে ঘ. ভারতে উত্তর: খ. জাপানে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল