জেএসসিতে কলসিন্দুরের মেয়েদের সাফল্য

এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক টুর্নামেন্টে নেপালকে হারিয়ে সাফল্য অর্জন করা বাংলাদেশ নারী দলের হয়ে খেলা কলসিন্দুরের দুই মেয়ে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাফল্য অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত পরীক্ষার ফলে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মার্জিয়া জিপিএ-৪.১০ ও নাজমা আক্তার জিপিএ-৪.০৫ পেয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের হয়ে খেলা একই বিদ্যালয়ের কল্পনা জিপিএ-৩.৭০, ইয়াসমিন জিপিএ-৩.৬৫ ও হালিমা জিপিএ-৩.৭০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনায় ভালো ফলাফল করায় খুশি এই খুদে ফুটবলারদের অভিভাবক ও শিক্ষকেরা। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন বলেন, ‘জেএসসিতে মেয়েদের সাফল্যে সবার মতো আমিও খুশি। সামনে ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনায় তাদের আরও বেশি যত্ন নেওয়া হবে।’

মেয়েদের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এই মেয়েদের কোচ মফিজ উদ্দিন। তাঁর প্রেরণাতেই কলসিন্দুরের এই মেয়েরা ফুটবল খেলতে শুরু করে।