এক যুগ পূর্ণ করতে যাচ্ছে আইপিই বিভাগ

এক যুগ পূর্ণ করতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ। এ উপলক্ষে ২২ জুলাই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেমিনার, গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

২০০৪ সালে ২২ অক্টোবর এই বিভাগটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা কার্যক্রম চালু হয় ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি। বিভাগে বর্তমানে শিক্ষক রয়েছেন ১১ জন। এরই মধ্যে এ বিভাগ থেকে প্রায় ১৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে অধ্যয়ন করছেন ২৫৬ জন শিক্ষার্থী।

বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোশাররফ হোসেন দিনটিকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘এক যুগ পূর্তি আমাদের জন্য অনেক আনন্দের। দিবসটির মূল উদ্দেশ্য হলো পুরোনো ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করা।’

অনুষ্ঠান সময়সূচি

প্রথম অধিবেশন:

উদ্বোধনী অনুষ্ঠান ও নবীনবরণ (১৫ সিরিজ): সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা
স্থান: অডিটোরিয়াম, রুয়েট।

দ্বিতীয় অধিবেশন
গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট: বেলা ২.৩০টা-৩.৩০টা
স্থান: সেমিনার রুম, আইপিই বিভাগ

তৃতীয় অধিবেশন

সেমিনার: লিন ম্যানুফ্যাকচারিং: সময় বেলা ৩.৩০টা-৪.১৫টা
স্থান: মিলনায়তন, রুয়েট

চতুর্থ অধিবেশন
মিট দ্য প্রফেশনালস: বিকেল ৪.১৫টা-৫.৩০টা
স্থান: মিলনায়তন, রুয়েট

পঞ্চম অধিবেশন
সাংস্কৃতিক সন্ধ্যা: ৭.৩০টা-৮.৪৫টা
স্থান: মিলনায়তন, রুয়েট