শহরের কলেজগুলোতে কাঙ্ক্ষিত ফল হয়নি

এইচএসসিতে ভালো ফল করা ময়​মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। সঙ্গে আছেন কয়েকজন শিক্ষক। ছবিটি গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তোলা l প্রথম আলো
এইচএসসিতে ভালো ফল করা ময়​মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। সঙ্গে আছেন কয়েকজন শিক্ষক। ছবিটি গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তোলা l প্রথম আলো

ময়মনসিংহ শহরের কলেজগুলোতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার কাঙ্ক্ষিত ফল হয়নি। একমাত্র গার্লস ক্যাডেট কলেজ ছাড়া অন্য কোনো কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এ কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে মোট ১ হাজার ১৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৪৮ জন। পাসের হার ৯৮ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন। কলেজটির অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক বলেন, জিপিএ-৫ গত বছরের চেয়ে বাড়লেও শতভাগ পাস না করায় কিছুটা আক্ষেপ আছে।

ময়মনসিংহ কমার্স কলেজের শুধু ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে ২৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬৬। পাসের হার ৯৮ দশমিক ৮। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আটজন। এ কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান বলেন, ‘আমাদের পাসের হার সন্তোষজনক হলেও জিপিএ-৫ প্রাপ্তি বাড়াতে হবে।’

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে তিনটি বিভাগে মোট ৭৬৯ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ৭৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯ জন। পাসের হার ৯৬ দশমিক ২৩। কলেজটির উপাধ্যক্ষ আবু তাহের বলেন, মানবিক বিভাগ থেকে ২৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় পাসের হার কমে গেছে।

ময়মনসিংহের শতবর্ষী কলেজ সরকারি আনন্দ মোহন কলেজে বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক বিভাগ থেকে ৯৮২ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছেন ৮০৪ জন। পাসের হার ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৩০৬ জন।

আনন্দ মোহন কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, কলেজটিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দিকে কলেজ কর্তৃপক্ষ বেশি মনোযোগী না। এ কারণে ফল খারাপ হয়েছে।

এ কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীরা সন্তোষজনক ফল করলেও অনিয়মিত শিক্ষার্থীরা ফল খারাপ করেছে। এ জন্য সার্বিকভাবে কাঙ্ক্ষিত ফল আসেনি। সারা দেশে ৮৪৮টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করলেও এর মধ্যে ময়মনসিংহের একটিও নেই। আমাদের কলেজেও কাঙ্ক্ষিত ফল হয়নি।’