ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর চান শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বর্তমানে চার বছরের। কিন্তু শিক্ষামন্ত্রী মনে করেন এটি এক বছর কমিয়ে তিন বছর হওয়া উচিত।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব ও শেখ রাসেল শিশু সংসদের আয়োজনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রেসক্লাবে যান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় যে মান অর্জনের চেষ্টা হয়, এখানেও সেই মান নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে। পাশাপাশি এই সেক্টরকে আরও সুবিন্যস্ত করা দরকার। নানান দিক বিবেচনা করেই তিনি মনে করেন ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়া উচিত। এটি চার বছর হওয়া উচিত নয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, যাঁরা প্রতিষ্ঠান চালান, বিশেষ করে বেসরকারি পর্যায়ে যাঁরা প্রতিষ্ঠান চালান, তাঁদের জন্য হয়তো চার বছর হলে সুবিধা। কিন্তু যে পড়াটা তিন বছরে পড়া সম্ভব, সেটিকে চার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হলো মা–বাবার আরও বেশি খরচ করানো।

দীপু মনি বলেন, ‘আমাদের দেশে এখনো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কারিগরি শিক্ষায় যারা আসছে, তাদের বাবা–মায়েরা অনেক কষ্ট করে তাদের সন্তানদের পড়াচ্ছেন। তাই আমাদের এটি ভাবতে হবে। আমি মনে করি, এই ডিপ্লোমা কোর্সগুলো তিন বছরই হওয়া উচিত। তাতে সব দিকেই ভালো হবে।’