ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগের অনিরুদ্ধ-৪৬ ব্যাচের বিদায়ী আয়োজন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগের অনিরুদ্ধ-৪৬ ব্যাচের বিদায়ী আয়োজন। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শেষ ক্লাসের দিন সাধারণত এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমিরিটাস অধ্যাপক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের চেয়ারম্যান (প্যানেল অব এক্সপার্টস) এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নেহেরীন মাজেদ। আরও উপস্থিত ছিলেন এসএমইসির বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর সাঈদ আহমেদ।।

প্রায় দুই হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। পুরকৌশল বিভাগ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী, পুরকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন এ আয়োজনে।

কালার ফেস্ট, ফ্ল্যাশমব, স্মৃতিচারণামূলক ভিডিও ইত্যাদির মাধ্যমে এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। দেশের অন্যতম ব্যান্ড ওয়ারফেজ এ আয়োজনে তাদের গান পরিবেশন করে।

প্রোগ্রাম কনভেনর এবং পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাগর দত্ত এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় পুরকৌশল বিভাগের সব অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং সব পৃষ্ঠপোষককে তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। এ ছাড়া পৃষ্ঠপোষক ছিল জিপিএইচ ইস্পাত, রিয়েল ট্রেডার্স লিমিটেড এবং শাহ সিমেন্ট। এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো