ইউআইটিএসে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত

ইউআইটিএস–এর উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভুইয়াছবি: প্রথম আলো

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

ইউআইটিএস কনফারেন্স রুমে আয়োজিত অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূঁইয়া, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ সুমন, ইউআইটিএসের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আল শাকুর, প্রথম আলো যুব কার্যক্রম বিভা‌গের সহকারী ব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া জুয়েলসহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অ‌তি‌থিরা
ছবি: প্রথম আলো

এ সময় জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন।

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ সুমন বলেন, ‘বর্তমানে আমাদের ঢাকা শহরের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রচুর হাইরাইজ বিল্ডিং রিকোয়ারমেন্টে তৈরি হয়েছে। এই হাইরাইজ বিল্ডিং করার জন্য আমাদের যে পরিমাণ জমি ও ভালো মানের মাটি দরকার, তা নেই। তা না থাকার কারণে আমাদের প্রচুর সয়েলড ল্যান্ড ডেভেলপ করতে হচ্ছে এবং যেখানে আমাদের হাইরাইজ বিল্ডিং করা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক বেশি চৌকশ ও ইন-জিনিয়াস হতে হবে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রাইজমানি মূল কথা নয়। এই প্রোগ্রামের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে। একই সঙ্গে আমি বলতে চাই, এই প্রোগ্রামে আমার ইউআইটিএসের–পূর্ববর্তী ফলাফল খুবই ভালো ছিল। এ সময় তিনি আশা করেন, এবার তার থেকেও ভালো হবে। তাই আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে।’

প্রথম আ‌লোর পক্ষ থে‌কে শুভেচ্ছাস্মারক তু‌লে দেওয়া হ‌চ্ছে
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

ইউআইটিএসের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইন-জিনিয়াস প্রতিযোগিতা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জনে সহযোগিতা করবে।

ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূঁইয়া বলেন, এই উদ্যোগ অনেক প্রশংসনীয় এবং কর্মের মাধ্যমে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে, এ জন্য দক্ষতা অর্জন করতে হবে।

এ সময় প্রথম আলোর পক্ষ থেকে ইউআইটিএসের রেজিস্ট্রারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকেরা আরও জানান, এ আয়োজনের নিবন্ধন কার্যক্রম চলমান। যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করতে হবে।

আরও পড়ুন