টেন মিনিট স্কুলের ‘অনলাইন ব্যাচ ২০২৩’-এর উন্মোচন করলেন প্রতিমন্ত্রী পলক

নতুন বছরে ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল নিয়ে এল নতুন একাডেমিক প্রোডাক্ট ‘অনলাইন ব্যাচ ২০২৩’। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বোর্ড পাঠ্যক্রমের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে টেন মিনিট স্কুল অ্যাপে ক্লাসগুলো সাজানো হয়েছে। সম্প্রতি রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ কার্যক্রমের উন্মোচন করেন।

অনলাইন ব্যাচে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হবে মোট ছয়টি বিষয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে সপ্তাহে ৬ দিন করে মাসে ২২টি ক্লাস দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ সিলেবাসের রুটিন। ৯ম থেকে ১০ম শ্রেণির জন্য সপ্তাহে ৫ দিন করে মাসে মোট ৪০টি ক্লাস থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, চিফ অপারেটিং অফিসার ও কো-ফাউন্ডার মির্জা সালমান হোসেন বেগ, চিফ টেকনোলজি অফিসার ও কো-ফাউন্ডার আবদুল্লাহ আবইয়াদসহ প্রতিষ্ঠানটির কলাকুশলীরা। বিজ্ঞপ্তি