সাউথইস্টের কলা অনুষদে নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরাছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের সেমিনার হলে এ নবীনবরণ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম।

উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা এএনএম মেশকাত উদ্দীন।

অধ্যয়নরত ও নতুনদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।