ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, দেশেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্রমেই উচ্চশিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠছে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। বাংলাদেশ ও মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশের বিদেশি বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ ক্যাম্পাসটিতে রয়েছে যুগোপযোগী স্নাতক, স্নাতকোত্তর ও বিশেষায়িত ফার্স্ট ট্র্যাক মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ।

আরও পড়ুন

যেসব বিষয়ে পড়ার সুযোগ—

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে রয়েছে সাতটি ভিন্ন ফ্যাকাল্টির অধীনে বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন ব্যাচেলরস ও মাস্টার্স প্রোগ্রাম। সেগুলোর মধ্যে রয়েছে সিএসসি, বিবিএ, এমবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ইকোনমিকস, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাস কমিউনিকেশন (মার্কেটিং/জার্নালিজম/ফিল্ম অ্যান্ড টেলিভিশন) ইত্যাদি।

কিউএস র‍্যাংকিংয়ে শীর্ষদের মধ্যে অবস্থান

বিশ্বব্যাপী স্বীকৃত কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউসিএসআই বিশ্ববিদ্যালয় অন্যতম। এ ছাড়া এটি বর্তমানে এশিয়ায় ৬১তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৪তম স্থানে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্ট অ্যান্ড ডিজাইন, সোশ্যাল সায়েন্স ইত্যাদি ফ্যাকাল্টিও কিউএস র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

আকর্ষণীয় স্কলারশিপ ও ক্রেডিট ট্রান্সফারের সুবিধা

ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে মালয়েশিয়ার মূল ক্যাম্পাসসহ বিশ্বের শীর্ষ ৩০০টি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার সুবিধা এবং প্রোগ্রামগুলোয় ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

আরও পড়ুন

চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের পড়াশোনা ও গবেষণার মান মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন সংস্থা দ্বারা স্বীকৃত। তাই আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আশিয়ানভুক্ত দেশগুলোয় চাকরি পাওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন।

  • বিশ্ববিদ্যালয়টিতে ভর্তিসহ যেকোনো তথ্যে জানতে ভিজিট করুন এ ঠিকানায়

আরও পড়ুন