আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ইউনাইটেড ইউনিভার্সিটির দল

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিযোগী দল ‘অ্যাপোক্যালিপস’ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রতিযোগী দল ‘অ্যাপোক্যালিপস’ আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩-এ বিশ্ব চ্যাম্পিয়ন (গোল্ড উইনার) হয়েছে। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব গত শুক্রবার নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ, কানাডা, চীন, ইউরোপ, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসেডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য ও ভিয়েতনামসহ ২০ টি দেশ থেকে প্রায় ৪৫টি দল অংশ নেয়।

ইউআইইউর দল অ্যাপোক্যালিপসের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আহমেদ, এস এম জিসানুল ইসলাম, সহিদ হোসেন মুস্তাকিম ও আদিবা তাসনিম আনাম। বিশ্ব চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন একটি প্রশংসাপত্র ও ২ হাজার ৪০০ ইউরো তথা প্রায় তিন লাখ টাকা। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এটিই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে ইউআইইউর আরেকটি প্রতিযোগী দল ‘টিম আনচেইনড’ মেরিট পুরস্কার লাভ করে। এর আগে গত ২৫ জুলাই ‘টিম অ্যাপোক্যালিপস’ ৪র্থ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় শিক্ষার্থী ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।