নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উত্সব

উৎসবে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এমন অ্যালামনাইদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উত্সব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এই উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন করা হয়। এরপর মঞ্চে পরিবেশিত হয় উদ্বোধনী-নৃত্য। পরিচালনায় ছিলেন বেবী রোজারিও। উত্সবের প্রথম দিনের প্রধান অতিথি ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বাংলাদেশে পোপের প্রতিনিধি) আর্চবিশপ কেভিন রানডাল।

উৎসবে স্বাগত বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও এর উদ্দেশ্য তুলে ধরেন তিনি।

এরপর বক্তৃতা রাখেন হলিক্রস উপাসকমণ্ডলীর সুপিরিয়র জেনারেল ব্রাদার পল ব্যানার্জিক, সিএসসি। তিনি নটর ডেম কলেজের ৭৫ বছরের ইতিহাস মূল্যায়ন করেন।

উত্সবের প্রথম দিনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা-ভাবনা সামনে রেখে বাংলাদেশে শিক্ষা কার্যক্রমে নটর ডেম কলেজের অবদান ব্যাখ্যা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশ নিয়েছে ঢাকা বিভাগের ক্যাথলিক চার্চ পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

এরপর বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এমন অ্যালামনাইদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উত্সব-স্মারক উত্তরীয় পরিয়ে দেওয়া হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের, যাঁরা নানাভাবে নটর ডেম কলেজের সঙ্গে যুক্ত থেকেছেন। ‘শিক্ষার মান্নোয়নে সম্মিলিত প্রচেষ্টা’র অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও উত্সব-স্মারক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

বক্তৃতা পর্ব শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রেফায়েত উল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় ৭৫ বছর পূর্তি স্মরণিকা-গ্রন্থ ‘সোনার তরী’র। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। অংশ নিয়েছে ঢাকা বিভাগের ক্যাথলিক চার্চ পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সবশেষে ছিল কৃতী নটর ডেমিয়ান ও জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের পরিবেশনা।

আজ শুক্রবার উত্সবের দ্বিতীয় দিনের আয়োজনে অংশ নেবেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাবেক নটর ডেমিয়ানরা।