দীর্ঘ আট বছর পর চুয়েটে সহ-উপাচার্য নিয়োগ

জামাল উদ্দিন আহমেদছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পদ শূন্য থাকার পর নতুন সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জামাল উদ্দিন আহমেদ। তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

১৫ ফেব্রুয়ারি বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩–এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক জামাল উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে পাঁচটি শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। সহ-উপাচার্য হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সহ-উপাচার্যের নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকতাজীবনে সব সময়ই শিক্ষার্থীবান্ধব ছিলাম। দায়িত্বে না থাকার কারণে হয়তো শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারতাম না। এখন তা জানতে পারব এবং সমাধানে কাজ করতে পারব। শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের প্রয়োজনীয় সমাধান ও চুয়েটে আন্তর্জাতিক মানের মানসম্মত শিক্ষাব্যবস্থা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাব।’

সর্বশেষ ২০১৩ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান চুয়েটের বর্তমান উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এর প্রায় তিন বছর পর ২০১৬ সালের ২৭ এপ্রিল তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে সহ-উপাচার্য পদটি শূন্য হয়ে যায়।