ইসলামী বিশ্ববিদ্যালয়ে ই-পেমেন্ট সেবা চালু
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেনদেন সহজ করার লক্ষ্যে ই-পেমেন্ট সেবা চালু করেছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে না গিয়েই অনলাইনে ভর্তি, পরীক্ষা, আবাসিক হল ফিসহ সব ধরনের ফি পরিশোধ করতে পারবেন। ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবির উপাচার্য শেখ আবদুস সালাম ই-পেমেন্ট সেবার উদ্বোধন করেন।
অগ্রণী ব্যাংকের ই-পেমেন্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের আইডি ব্যবহার করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সব শিক্ষার্থী এ সেবা পাবেন।
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, শিক্ষার্থীদের ফি দেওয়ার জন্য সুবিধাজনক ও কার্যকর উপায় হবে এই অনলাইন ব্যাংকিং পরিষেবা। ই-পেমেন্ট পরিষেবা শিক্ষার্থীদের সময় ও ঝামেলা কমাবে। তিনি আরও বলেন, এটি ব্যাংকে যাতায়াত করা মানুষের সংখ্যা কমাতে সাহায্য করবে। শিক্ষার্থীরা সেবাটি ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।