দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ‘প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন করেছে ওয়াটারএইডবাংলাদেশ। আয়োজনের অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে হাজী রইস আলী উচ্চবিদ্যালয় এবং রহমতপুর কমিউনিটি ক্লিনিকে মানসম্মত ওয়াশ–সুবিধা উপকরণও কর্তৃপক্ষদের হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।
২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, জনসাধারণ ও বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। এর মাধ্যমে অঞ্চলটিতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসুবিধা (ওয়াশ) প্রসঙ্গে উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায়।
জলবায়ু ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর কল্যাণে ওয়াশ পরিষেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন, ওয়াটারএইডবাংলাদেশ, আইডিইএ এবং ছাতকের স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রকল্পের উদ্যোগ গৃহীত হয়। এর সফল বাস্তবায়ন জনস্বাস্থ্য, শিক্ষা ও সম্প্রদায়ের কল্যাণে ওয়াশ–সুবিধা নিশ্চিত হবে।
প্রথম দিনে হাজী রইস আলী উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী; অতিথি হিসেবে ছিলেন পুলিন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক; হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইডবাংলাদেশ এবং পার্থ হেফাজ শেখ, ডিরেক্টর, প্রোগ্রাম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, ওয়াটারএইডবাংলাদেশ।
হাসিন জাহান বলেন, ‘এই স্যানিটেশন কমপ্লেক্সটিকে টেকসই করার জন্য যথাযথ অপারেশন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আমি শিক্ষক ও শিক্ষার্থীদের এই কমপ্লেক্সের যথাযথ অপারেশন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে কার্যকর রাখতে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’
মো. নুরের জামান চৌধুরী প্রত্যন্ত অঞ্চলের স্কুলে এমন আধুনিক স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাকে সাধুবাদ জানান।
আয়োজনের দ্বিতীয় দিনে রহমতপুর কমিউনিটি ক্লিনিকে ওয়াশ–সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন সিভিল সার্জন আহম্মদ হোসেন, সুনামগঞ্জ এবং রাজীব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ছাতক, সুনামগঞ্জ।
দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া মাসবার্গ বলেন, ‘নিরাপদ পানির টেকসই সংস্থান নিশ্চিতে কোকা-কোলা ফাউন্ডেশন কৌশলগত অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশে নিরাপদ পানির টেকসই সংস্থানের উন্নতিতে স্থানীয় অংশীদারদের এ উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত।’
এ সময় নিরাপদ পানি, স্যানিটেশন ও উন্নত স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে স্কুল ও কমিউনিটি ক্লিনিকে নবনির্মিত ওয়াশ–সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং এ প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে সচেষ্ট হবে—এ প্রত্যয়ে আয়োজনটির সফল সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি