জাতীয় ক্রিকেটার নাজমুল ভর্তি হলেন বাংলাদেশ ইউনিভার্সিটিতে

জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেনকে স্বাগত জানায় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন। ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি। একই সঙ্গে আরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার এই বিশ্ববিদ্যালয়ে একই প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আজ মঙ্গলবার ক্রিকেটাররা উপস্থিত হয়ে তাঁদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেন। নাজমুল ছাড়া অন্য ক্রিকেটাররা হলেন নাহিদ রানা, মিনহাজুল ইসলাম ও আবদুল গাফ্ফার।

আরও পড়ুন

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান, সিএসই বিভাগের চেয়ারম্যান সাদিক ইকবাল, সিনিয়র সহকারী রেজিস্ট্রার মশিউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রিকেটার নাজমুল হোসেন বিবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এত বড় ক্যাম্পাস, বিশেষ করে বিশাল খেলার মাঠ—সত্যিই সুন্দর।’

জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেনের সঙ্গে অন্যরা
ছবি: বিজ্ঞপ্তি

ক্রিকেটার নাহিদ রানা বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি এ দেশের খেলোয়াড়দের খেলার পাশাপাশি যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে, সে জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ক্রিকেটার মিনহাজুল ইসলাম বলেন, ‘এখানে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।’ অপর ক্রিকেটার আবদুল গাফ্ফার ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

বাংলাদেশ ইউনিভার্সিটির ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল বলেন, ‘শুরু থেকেই আমার লক্ষ্য ছিল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ কাজে আমরা সফল।’