অসহায়দের জন্য তহবিল সংগ্রহে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের মেলা

ছবি: বিজ্ঞপ্তি

অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ করতে দুই দিনের মেলা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে গত শুক্রবার শুরু হয়ে গতকাল শনিবার শেষ হলো এ আয়োজন।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফেয়ার ফর ইউ’ বা তোমার জন্য মেলা শিরোনামে এটি ছিল তাদের প্রথমবারের মতো মেলার আয়োজন। এতে প্রত্যাশার চেয়ে বেশি জনসমাগম হয়েছে। মেলার ২২টি স্টল, নাগরদোলা ও বায়োস্কোপ উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে, যা এই মেলার মূল আকর্ষণ ছিল।

ছবি: বিজ্ঞপ্তি

আয়োজকেরা বলছেন, মেলায় ফুচকা, ঘরে বানানো খাবার এবং শীতের পিঠার মতো খাবারের সমারোহ ছিল। এই খাবার শুধু শিক্ষার্থীদের স্বাদে তৃপ্তি দেয়নি; বরং অভাবী শিশুদের পাশে দাঁড়াতে এবং শীতবস্ত্র বিতানের মতো মহৎ কাজেও অবদান রেখেছে। এ ছাড়া এ উৎসবের মাধ্যমে ইউল্যাবের কিছু উদ্যোক্তা শিক্ষার্থীরা তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। স্টলগুলো গয়না, জামাকাপড়, জুতা, সুন্দর পুতুলসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে।

ছবি: বিজ্ঞপ্তি

মেলা আয়োজনে সহায়তা করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। এ ছাড়া আরও ১০টি ক্লাবের সহযোগিতামূলক প্রচেষ্টা ছিল মেলায়। মেলা সফল করার জন্য অংশগ্রহণকারী, স্পনসর ও সহযোগী ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। মেলা থেকে সংগৃহীত তহবিল নিঃসন্দেহে দুস্থ মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করছে সংগঠনটি। এ তহবিল দিয়ে অসহায় মানুষের মধ্যে ধাপে ধাপে সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে তারা।