ঢাকায় মেন্টরসের সপ্তম শাখা ওয়ারীতে
মেন্টরস সম্প্রতি ঢাকার ওয়ারীতে নতুন শাখা চালু করেছে। শাখাটি ঢাকায় তাদের ৭ম ও বাংলাদেশে ১৪তম। গতকাল সোমবার ওয়ারীতে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ নতুন শাখার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেন্টরস, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা।
নতুন শাখা চালু প্রসঙ্গে মেন্টরসের ডিরেক্টর এবং সিইও অনিন্দ্য চৌধুরী বলেন, ‘প্রায় ২৯ বছর ধরে আমরা বাংলাদেশি তরুণদের সুপ্ত প্রতিভা উন্মোচিত করতে সহায়তা করে আসছি। হোক তা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, স্ট্যান্ডার্ডাইজড টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কিংবা বাংলাদেশ এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করবার মাধ্যমে।’ তিনি আরও বলেন, ‘এই নতুন শাখা ঢাকা এবং সারা দেশের শিক্ষার্থীদের আরও কাছ থেকে সেবা প্রদান করবার লক্ষ্যে আমাদের প্রয়াস।’