জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের পুনর্মিলনী ১৭ মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও সাধারণ সভা ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর আফতাবনগরের একটি রেস্তোরাঁয় এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণা, গল্প, আড্ডা, খেলাধুলা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

জবির এমসিজে পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবে। এ ছাড়া সবার সমন্বিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যাসোসিয়েশনের সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইনে ১৪ মার্চের মধ্যে এই লিংকের মাধ্যমে নিবন্ধন করা যাবে।