বাংলাদেশে প্রথম কেমব্রিজ আর্লি ইয়ারস প্রোগ্রাম চালু করল ডিপিএস ঢাকা
‘কেমব্রিজের পথে প্রথম পদক্ষেপ’ শিরোনামে কেমব্রিজ আর্লি ইয়ারস প্রোগ্রাম চালু করেছে দিল্লি পাবলিক স্কুল, (ডিপিএস) ঢাকা। ইউনিভার্সিটি অব কেমব্রিজের অধীন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে এসটিএস গ্রুপ।
তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক প্রোগ্রামটির লক্ষ্য ব্যক্তিগত, শারীরিক, মানসিক ও সামাজিক উন্নয়ন, যোগাযোগ, ভাষা ও গণিত শেখা, এক্সপ্রেসিভ আর্টস, ডিজাইন এবং শিশুদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানো।
জুনিয়র স্কুল অডিটরিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ শিবানন্দ সিএস বলেন, প্রোগ্রামটি শিক্ষার্থীদের জীবনব্যাপী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শক্তিশালী ভিত গড়ে দেবে। ভবিষ্যতের একাডেমিক ও প্রফেশনাল ক্যারিয়ারে উচ্চতর সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলবে প্রোগ্রামটি।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামনি বলেন, কেমব্রিজ ইওয়াই প্রোগ্রাম শিশুশিক্ষার্থীদের জন্য শক্তিশালী ভিত নিশ্চিত করে। এটি তাদের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসটিএস গ্রুপের সিইও মানাস সিং বলেন, প্রোগ্রামটি শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা-অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এবং প্রয়োজনীয় দক্ষতার মাধ্যমে তাদের পরবর্তী প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে প্রস্তুত করে গড়ে তুলবে। বিজ্ঞপ্তি