রাজধানীতে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো শুরু ১০ জুলাই

ভারতীয় শিক্ষার ওপর এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’ ১০ ও ১১ জুলাই রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে।

এর আগে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হয় এ শিক্ষা মেলা। ১৩ জুলাই খুলনা সিটি ইন হোটেলে এবং ১৫ জুলাই রাজশাহীর গার্ডেন রিভার ভিউ হোটেলে এক্সপোটি অনুষ্ঠিত হবে। অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত এ শিক্ষা মেলায় ২৫টির বেশি ভারতের বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে অন-স্পট আবেদন করার এবং ১০০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ অর্জনের সুযোগ পাবেন এই এক্সপোতে। স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো জনপ্রিয় কিছু কোর্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অফার করছে।

মেলার আয়োজক অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ভর্তির প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে কাজ করছি আমরা।’

আরও পড়ুন

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ), শারদা ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, মানব রচনা ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, বিএমএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং, পিডিইইউ, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটি, এআইএমএস ব্যাঙ্গালোর, সিভি রমন বিশ্ববিদ্যালয়, আদিত্য গ্রুপ অব ইনস্টিটিউটস, পিম্পরি চিঞ্চওয়াড় বিশ্ববিদ্যালয় প্রমুখ।

শিক্ষার্থী এবং অভিভাবকেরা বিনা মূল্যে এক্সপোতে অংশগ্রহণ করতে এই ঠিকানায় নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন