বিএসএমএমইউর নতুন সহ-উপাচার্য অধ্যাপক আতিকুর রহমান

অধ্যাপক মো. আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য হয়েছেনছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির নতুন সহ–উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুসারে অধ্যাপক মো. আতিকুর রহমান কয়েকটি শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ করা হলো।’

আরও পড়ুন

শর্তগুলো হলো—

১.
তাঁকে বিএসএমএমইউর সহ–উপাচার্য পদে নিয়োগের লক্ষ্যে কোষাধ্যক্ষ পদ হতে অধ্যাহতি প্রদান করা হলো;
২.
সহ–উপাচার্য হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ চার বছর হবে;
৩.
সহ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন;
৪.
তিনি বিধি অনুযায়ী সহ-উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;
৫.
সহ-উপাচার্য হিসেবে বিএসএমএমইউ আইন অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন;
৬.
রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।