একটি জীবন বাঁচানোর হাজারো চেষ্টা...

জমির উদ্দিন
ছবি: সংগৃহীত

আমার বন্ধু জমির উদ্দিন, মাত্র ৩২ বছর বয়সের একজন কোমল হৃদয়ের মানুষ, যাকে সর্বদা হাসিমুখে দেখে অভ্যস্ত; সেই জমির আজ ব্লাড ক্যানসারে আক্রান্ত। কিছুদিন আগে পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। টেস্ট করলে টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানতে পারি, আমার সদা হাস্যোজ্জ্বল বন্ধুটার ব্লাড ক্যানসার হয়েছে।

জমির রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুরাপাড়া গ্রামের মো. আফসার উদ্দিনের সন্তান। আফসার চাচা আজ জমিরের পাশে বসে তার মাথায় হাত বোলাতে বোলাতে চোখের জলে বুক ভাসান। অথচ কথা ছিল, বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধ পিতার শেষ বয়সের খুঁটি হবে জমির। জমির বর্তমানে বিসিকে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত।

অত্যন্ত মেধাবী জমির নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে নিজ প্রচেষ্টায় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হলেও দ্বিতীয়বার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে বিবিএ, এমবিএ সম্পন্ন করে। নতুন চাকরি, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা–বাবাকে নিয়ে জমির যখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ওর শরীরে আঘাত হেনেছে মরণব্যাধি ক্যানসার। প্রিয়তমা স্ত্রীর কোলে মাথা রেখে অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন বোনার কথা থাকলেও আজ অনিদ্রা, অনাহারে ভীষণ মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হচ্ছে দিন-রাত।

রিপোর্ট অনুযায়ী, জমিরের নন–হজকিনস লিম্ফোমার মধ্যে ডিফিউজ লার্জ বি–সেল লিম্ফোমা টাইপ ক্যানসার (তৃতীয় স্টেজ), যার চিকিৎসা খুবই ব্যয়বহুল। দেশে চিকিৎসা করে সুস্থ হওয়া প্রায় অসম্ভব। এ জন্য ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে চিকিৎসা করা প্রয়োজন। চিকিৎসা ব্যয় বাবদ ৬০ থেকে ৭০ লাখ টাকা লাগবে।

জমিরের বাবা রাজবাড়ীর পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী। পরিবারের সামান্য সঞ্চয়, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সহায়তায় দেশেই জমিরের কেমোথেরাপি শুরু হয়েছে। ইতিমধ্যে জমিরের চিকিত্সা বাবদ চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হয়ে গেছে।

নিজ পরিশ্রমে এতটা পথ পাড়ি দিয়ে জীবন উপভোগের সময়ে সৃষ্টিকর্তা তাকে কঠিন পরীক্ষার মধ্যে রেখেছে। ক্যানসারের মতো দুরারোগ্য, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল চিকিৎসা জমিরের পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার স্ত্রী ও অনাগত সন্তানের জীবনটা সুন্দর করার ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সামান্য সহযোগিতা হতে পারে বড় পরিবর্তনের কারণ।

জমির উদ্দিন। ছবিটি রোগে আক্রান্ত হওয়ার আগে।
ছবি: সংগৃহীত

বাবা আজ তাঁর সন্তানের চিকিৎসার অর্থের জন্য আপনাদের নিকট হাত পেতেছেন। টিউশনি করে বিশ্ববিদ্যালয়জীবনে নিজের খরচ চালানো আমার বন্ধু জমির আজ আপনাদের সাহায্যপ্রার্থী। আপনাদের আর্থিক সাহায্যের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনাদের দোয়া। আপনি সৃষ্টিকর্তার কাছে হাত তুললে সেখানে আমার বন্ধুর নামটি রাখার অনুরোধ রইল।

আমি চাই, আমরা চাই আমার বন্ধুকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে। ভীষণভাবে চাই, সেই হাসিমাখা মুখে দৌড়ে এসে জড়িয়ে ধরুক আমাকে, আমাদের।

*সাহায্য পাঠানোর মাধ্যম

জমিরের বাবার নগদ ও বিকাশ নম্বর: ০১৬১৭৪৪৫২২০

ব্যাংক হিসাব

হিসাবের নাম: মো. আফসার

হিসাব নম্বর: ২২০৯০০২২১৪৪২৪

সোনালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখা, রাজবাড়ী।