ঢাকায় শেষ হলো হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসার ওপর ফেলো কোর্স

বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের (বিআইটি) আয়োজনে রাজধানীর একটি হোটেলে হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসকদের ফেলো কোর্স সম্পন্ন হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের (বিআইটি) আয়োজনে গত শনিবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পন্ন হলো দুই দিনব্যাপী হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসকদের ফেলো কোর্স। এবারের ফেলো কোর্সে বাংলাদেশের প্রখ্যাত ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ–বিশেষজ্ঞদের পাশাপাশি ভারত, জাপান, ইউরোপ, আমেরিকা এবং কানাডা থেকে এসেছিলেন ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ–বিশেষজ্ঞরা।

দুই দিনের ফেলোতে দেশের নবীন হৃদ্‌রোগ–বিশেষজ্ঞদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়াসহ কার্ডিয়াক ইন্টারভেনশন চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে গবেষণাধর্মী আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নবীন চিকিৎসকেরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং চ্যালেঞ্জিং বিষয়গুলোর চিকিৎসাপদ্ধতির ওপর গুরুত্ব দেন। দেশি–বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ–গবেষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি ফেলো কোর্সটি দুই দিনের জন্য হয়ে ওঠে সারা দেশের হৃদ্‌রোগ–বিশেষজ্ঞ ও গবেষকদের মিলনমেলা।

দেশি-বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ–গবেষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি ফেলো কোর্সটি দুদিনের জন্য হয়ে ওঠে দেশের হৃদ্‌রোগ–বিশেষজ্ঞ ও গবেষকদের মিলনমেলা। ছবি: বিজ্ঞপ্তি মেটা: বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের (বিআইটি) আয়োজনে গত শনিবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পন্ন হলো দুই দিনব্যাপী হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসকদের ফেলো কোর্স। এবারের ফেলো কোর্সে বাংলাদেশের প্রখ্যাত ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ–বিশেষজ্ঞদের পাশাপাশি ভারত, জাপান, ইউরোপ, আমেরিকা এবং কানাডা থেকে এসেছিলেন ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ–বিশেষজ্ঞরা
ছবি: বিজ্ঞপ্তি

বিআইটির কোর্স পরিচালক, হৃদ্‌রোগ গবেষক, অধ্যাপক আফজালুর রহমান বলেন, বিআইটি দেশের রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা দিতে সব সময় দেশের মানুষের পাশে আছে। তার জন্য নবীন চিকিৎসকদের জন্য এ ধরনের ফেলো কোর্স খুব কার্যকর। ভবিষ্যতে বিআইটির এ রকম উদ্যোগকে আরও বেগবান করার চেষ্টা থাকবে। বিজ্ঞপ্তি