চুয়েটে শেষ বর্ষের শিক্ষা সমাপনী উৎসব শুরু

‘আদি থেকে অন্তহীন, আদ্যন্ত অমলিন’ স্লোগানে বের হয় মশাল মিছিলছবি: প্রথম আলো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাস্কেটবল মাঠে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়। সন্ধায় প্রতিটি হলের সামনে থেকে ‘আদি থেকে অন্তহীন, আদ্যন্ত অমলিন’ স্লোগানে বের হয় মশাল মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে শেষ হয়। এরপর শুরু হয় আলোক উৎসব৷ রাতে কনসার্ট পরিবেশন করে সঙ্গীত ব্যান্ড সহজিয়া, ব্ল্যাক ও কার্নিভাল।

দেয়ালিকা তৈরির কাজ করছে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ম্যাকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) বিভাগের শিক্ষার্থী আদিব ইবনে মান্নান প্রথম আলোকে বলেন, বীর চট্টলার সবচেয়ে বৃহৎ উৎসব খ্যাত চুয়েটের শিক্ষা সমাপনী উৎসব। প্রতিবছরের ন্যায় এবারো মশাল মিছিলের মধ্য দিয়ে আমাদের উৎসব শুরু হয়েছে।আমাদের বিদায়ের মূহুর্তকে স্মরণীয় করে রাখতে কাজ করে যাচ্ছে সহপাঠী, অনুজরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সবার প্রতি কৃতজ্ঞতা।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, শেষ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব চুয়েটের একটি অন্যতম বড় আয়োজন। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের সকলে প্রফুল্লচিত্তে উৎসবটি উদযাপন করে থাকে।অন্যান্যবারের মতো এবারও সকলের প্রতি আহ্বান ছিলো, সকলে যেন অনুষ্ঠানের নিয়মকানুন ও শর্ত বজায় রেখে সুষ্ঠুভাবে উৎসবটি উদযাপন ও উপভোগ করে।

উল্লেখ্য, উৎসবের মূল পর্ব জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ।