ফিলিস্তিন রাষ্ট্রদূত উদ্বোধন করলেন ইউল্যাবের গ্লোবাল টকস সিরিজ

ইউল্যাব-এ ‘গ্লোবাল টকস’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিলিস্তিন রাষ্ট্রদূত এইচ ই ইউসুফ এস ওয়াই রমাদানছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ‘গ্লোবাল টকস’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিলিস্তিন রাষ্ট্রদূত এইচ ই ইউসুফ এস ওয়াই রমাদান। ‘অবর্ণিত বাস্তবতা: প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্ব’ শীর্ষক বক্তৃতায় তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলস্টোন ১৯১৭ সালের বালফোর ঘোষণা, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং ১৯৪৮ সালের নাকবা—উল্লেখ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন।

রাষ্ট্রদূত ফিলিস্তিনের ভৌগোলিক গুরুত্ব, গাজার উপকূলবর্তী গ্যাস–সম্পদ এবং মুসলিম-খ্রিষ্টান-ইহুদি সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণ মর্যাদা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য যে সংগ্রাম করছে, তা একটি মানবিক ও ন্যায্য অধিকার।

বক্তব্যের শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

চলতি বছরব্যাপী ইউল্যাব গ্লোবাল টকস সিরিজে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করবেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন