উরি র‍্যাঙ্কিং–২০২৫: উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) ২০২৫–এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ বছর ২৫৭তম স্থান অর্জন করেছে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালে উক্ত র‌্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিল ২৭৬তম। চলতি বছর ১৯ ধাপ এগিয়ে ২৫৭তম স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে গ্লোবাল র‌্যাঙ্কিং ছাড়া উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ তিনটি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান ও এসডিজিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে দশম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

আরও পড়ুন

এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গঠনে ধারাবাহিক ভূমিকা পালন করবে। এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

ইয়াসমীন আরা লেখা বলেন, ‘এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।’

আরও পড়ুন