বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ পেল আইএবির স্বীকৃতি

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ (ব্যাচেলর অব আর্কিটেকচার) দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) স্বীকৃতি অর্জন করেছে।

সম্প্রতি আইএবি এ–সংক্রান্ত চিঠি বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের স্নাতক শিক্ষার্থীরা পেশাদার অঙ্গনে স্বীকৃতি পাবেন।

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অর্জন স্মরণীয় করে রাখতে স্থাপত্য বিভাগের সভাকক্ষে আজ মঙ্গলবার মতবিনিময়সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপু, বিভাগের সভাপতি স্থপতি সিফাত সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, স্থপতিদের অবশ্যই তাঁদের পেশাগত জীবনে মান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে তাঁরা স্থানীয় ও বৈশ্বিকভাবে মানানসই হতে পারেন। তিনি বলেন, যত বিশ্ববিদ্যালয় আইএবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি তার মধ্যে একটি।

এদিকে আইএবির স্বীকৃতি পাওয়ায় বিভাগের ছাত্র–শিক্ষক, কর্মকতা–কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং বিভাগের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব।