স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাতের লেখা প্রতিযোগিতা

ভাষাশহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মরণে ইয়ুথ অপরচুনিটিস ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ‘মায়ের ভাষায় হাতের লেখা’ শিরোনামে হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

ভাষাশহীদদের উদ্দেশে চিঠি লেখার মাধ্যমে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টি প্রতিযোগিতার মূল আকর্ষণ। তরুণ প্রজন্মকে শহীদদের অসামান্য অবদানের জন্য তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মন থেকে চিঠি লিখতে অনুপ্রাণিত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব, কিন্ডেল, বইসহ আকর্ষণীয় সব পুরস্কার। সব অংশগ্রহণকারীই পাবে সার্টিফিকেট। হাতের লেখা জমা দিতে বা প্রতিযোগিতার বিষয়ে আরও জানতে https://host.youthop.com/feb21/ ঠিকানায় ঢুঁ মারতে পারেন।

কিশোর বাতায়ন, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক, এনঅ্যান্ডএস সোর্সিং সলিউশন, আরটিভি, এবং দ্য ডেইলি স্টার এই প্রতিযোগিতার অংশীদার।

আরও পড়ুন