এমআইইউ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিবিএ দল জয়ী

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে জয়ী হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের দল ‘নাইটস বিবিএ’।
ছবি: বিজ্ঞপ্তি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে জয়ী হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের দল ‘নাইটস বিবিএ’। তারা ১-০ গোলে আইন বিভাগের দল ল’ ফুটবল ক্লাবকে হারিয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) মডারেটর সাঈদ ইসলাম।

এর আগে ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের সহকারী মডারেটর আশিকুন্নবি, ছাত্রবিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আবদুল হাই প্রমুখ।

এমআইইউ স্পোর্টস ক্লাব এ খেলার আয়োজন করে। সাওয়ারি এ টুর্নামেন্টে আর্থিক সহায়তা করে। বিজ্ঞপ্তি