ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক হলেন অধ্যাপক শাকিল হুদা
অধ্যাপক শাকিল হুদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ইনস্টিটিউটটির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার (১৬ জুলাই ২০২৫) থেকে অধ্যাপক শাকিল হুদাকে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ কার্যকর করা হয়েছে। এই নিয়োগের আগে তিনি ২০২৪ সালের ৮ অক্টোবর থেকে ইনস্টিটিউটটির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯২ সালে আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং মার্কেটিং শাখায় প্রথম স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে অধ্যাপক শাকিল হুদা ২০০২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় থেকে এমআইএসে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে পাঠদানসহ অধ্যাপক শাকিল হুদার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে নানাবিধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় পরামর্শ প্রদান এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও স্বনামধন্য বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা।