নর্দান ইউনিভার্সিটিতে ‘বিজনেজ ফেস্টিভ্যাল’ উদ্বোধন

ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘বিজনেস ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয়েছিল। সপ্তাহব্যাপী বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সারা দেশ থেকে ২০টি বিশ্ববিদ্যালয় বিজনেস কেস এবং ৩৫টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজনেস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সামসুল আরেফিন।

আরও পড়ুন

শিল্পমন্ত্রী বলেন, জাতি এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানান।

আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, ‘উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য অন্যদের অনুলিপি না করে নিজস্ব পথ তৈরি করতে হবে। আর যারা স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে, তারাই সাফল্য অর্জন করতে পারবে।’

আরও পড়ুন

উপাচার্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য, বোর্ড অব ট্রাস্টের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।