অনুষ্ঠিত হয়ে গেল ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ’। এআইইউবি ক্যাম্পাসে গত ২৮ জুন শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন চলে ১ জুলাই পর্যন্ত।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম, আইএবির প্রেসিডেন্ট স্থপতি খন্দকার সাব্বির আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান আরেফিন ইব্রাহিম, স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা সাব্বির আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা তৈরির লক্ষ্যে এ রকম ভিন্নধর্মী উদ্যোগের জন্য এআইইউবির স্থাপত্য বিভাগকে ধন্যবাদ জানান অতিথিরা।

আরও পড়ুন

স্থাপত্য সপ্তাহ-২০২৪-এ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁদের জন্য বিভিন্ন বিষয়ের ওপর আয়োজন করা হয় স্থাপত্য নকশা প্রতিযোগিতা, স্থাপত্য প্রদর্শনী, বক্তৃতা ও কর্মশালা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি