রাবির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির অপরাজেয় বাংলা

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। ‘এথিকস ক্লাব বাংলাদেশ’–এর সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো)ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন অপরাজেয় বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। ‘এথিকস ক্লাব বাংলাদেশ’–এর সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো)।

আয়োজকেরা জানান, দেশসেরা বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিতর্ক সংগঠন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিতর্ক দল অপরাজেয় বাংলা ও স্বোপার্জিত স্বাধীনতা। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরাজেয় বাংলা এবং রানার্সআপ হয় স্বোপার্জিত স্বাধীনতা। প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক নির্বাচিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিক জিল জাসওয়ান। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগিব আঞ্জুম।

প্রতিযোগিতা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাবের পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়। প্রতিযোগিতা শেষে নতুন সদস্যদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাবের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আইন বিভাগের মো. সিফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সাধন মুখার্জি, সদস্যসচিব মিশাদ ইসলাম। এ ছাড়া আছেন সদস্য জান্নাতুল ফেরদৌস, জুঁই আক্তার প্রমুখ। এই ২১ সদস্যের আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাবের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

প্রতিযোগিতা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাবের পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়। প্রতিযোগিতা শেষে নতুন সদস্যদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাবের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়
ছবি: সংগৃহীত রাবির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির অপরাজেয় বাংলা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পান্ডে, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, এথিকস ক্লাব বাংলাদেশ ঢাবি শাখার কনভেনর জসীম উদ্দীন, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডোর) সভাপতি সিফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুডোর সাধারণ সম্পাদক সাধন মুখার্জি।