আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট চুয়েট চ্যাপ্টারের নেতৃত্বে জোহায়ের ও আইমান

জোহায়ের মাহতাব ও আইমান মাহদিয়া খান।ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ কংক্রিট গবেষণাপ্রতিষ্ঠান আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৪-২৫ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোহায়ের মাহতাব ও সম্পাদক নির্বাচিত হয়েছেন আইমান মাহদিয়া খান। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সানি হাসান ইমন (সহসভাপতি), শতাব্দী চৌধুরী শ্রাবণী (সহসভাপতি), আশরাফুল ইসলাম আশিক (জনসংযোগ সম্পাদক), মোহাম্মদ শাকিব খান (অসাধারণ কর্মকর্তা) প্রমুখ। প্রতিবছর সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। গত সোমবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১–এর সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

সংগঠনটির সাধারণ সম্পাদক আইমান মাহদিয়া খান বলেন, ‘সংগঠনের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। প্রতিবছর আমরা এর মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে থাকি। শিক্ষার্থীদের মধ্যে কংক্রিট নিয়ে ভাবনা-চিন্তার সৃষ্টি করা এবং কংক্রিট–বিষয়ক জ্ঞানার্জনে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।’
সভায় নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত কংক্রিট কিউব প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও তাঁদের হাতে পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে বিদায়ী কমিটির সদস্যদের প্রদান করা হয় সম্মাননা স্বারক।

সংগঠনটির অনুষদ উপদেষ্টা অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম বলেন, ‘বরাবরের মতোই বিদায়ী কমিটি এই সংগঠনকে অনেক কিছু দিয়ে গেছে। আমরা আশা রাখছি, নবনির্বাচিত কমিটিও সেই পথেই ধাবিত হয়ে সংগঠনটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল ও পরিবেশ কৌশল অনুষদের ডিন সুদীপ কুমার পাল, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক এ এফ এম সাইফুল আমিন, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আখতার, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম ও পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুর রহমান ভূঁইয়া।

আরও পড়ুন
আরও পড়ুন