মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময়
বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মতবিনিময় সভা গত শনিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক, অধ্যাপক মোজাম্মেল হক, এনামুল হক চৌধুরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এম উমার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমান আকন্দ ও প্রকৌশল আবুল বাশার।
এ ছাড়া উপস্থিত ছিলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুব-উল-আলম, মানারাত ট্রাস্টের সেক্রেটারি সাবেক যুগ্ম সচিব মো. শাহ আলম বকশী।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক।
অনুষ্ঠানের সভাপতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি