টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী আগামীকাল

টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন করা হয়েছে।

সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলনমেলা ও আনন্দ উত্সবের আয়োজন করা হয়েছে। এ আয়োজন সকাল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অংশ নেবেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানমালা—

১. হাজার কণ্ঠ: একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সংগীত।

২. ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল: এতে ভোজনরসিকদের জন্য থাকবে মুখরোচক খাবারের নানা সম্ভার। শিল্পীরা পরিবেশন করবেন গান।

৩. শিশু কার্নিভ্যাল: স্কুলের শিশুশিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ খেলাধুলার আয়োজন।

আরও পড়ুন

৪. ট্যালেন্ট শো: শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫. ড্রিল শো: থাকবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ড্রিল ডিসপ্লে।

৬. থিয়েটার: মঞ্চায়ন করা হবে মনোমুগ্ধকর নাটক। ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হবে।

৭. লেজার শো: রাতে লেজার শোর মাধ্যমে স্কুলের সুবর্ণজয়ন্তীর ঐতিহ্যবাহী আয়োজনকে স্মরণীয় করা হবে।

আরও পড়ুন

৮. ডকুমেন্টারি: স্কুলের পথচলার গৌরবময় অর্জন তুলে ধরা হবে এই ডকুমেন্টারিতে।

৯. লাইভ কনসার্ট: রাতের আয়োজনে আছে বিশেষ সংগীতানুষ্ঠান। গাইবেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।
এ ছাড়া থাকবে নেমেসিসের পরিবেশনা।

এ আয়োজনের সঙ্গে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, পাবলিকেশন পার্টনার হিসেবে রয়েছে প্রথমা প্রকাশন এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন