এআইইউবিতে ২০২২-২৩ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ২০২২-২৩ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ছয়টি সেশনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কে অবহিত করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নবাগত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।