কোডার্স্ট্রাস্ট ও নিউইয়র্ক সিটি কলেজের মধ্য অংশীদারত্বের চুক্তি

বৈশ্বিক ডিজিটাল-প্রকৌশলভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান কোডার্স্ট্রাস্ট নিউইয়র্কের ঐতিহ্যবাহী সিটি কলেজের সঙ্গে যৌথ সহযোগিতার অংশীদারত্ব গড়ে তুলেছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সিটি কলেজ অব নিউইয়র্ক সিটি ইউনিভারসিটি অব নিউইয়র্কের একটি মূল অঙ্গপ্রতিষ্ঠান। এই সহযোগিতার আওতায় শিক্ষার্থীদের চাকরির বাজারের প্রয়োজনীয় চাহিদা মোতাবেক দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য প্রস্তত করে তুলবে এবং বৈশ্বিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা বৃদ্ধি ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে সিটি কলেজের সম্প্রসারণ ঘটবে। এই উদ্যোগের ফলে ২০,০০০–এরও বেশি শিক্ষার্থী এবং সদ্য পাস করা স্নাতকদের উপকারে আসবে।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এ অনুষ্ঠানে প্রধান অতিথিथহিসেবে উপস্থিত ছিলেন। কোডার্স্ট্রাস্টের চেয়ারম্যান আজিজ আহমদ এবং সিটি কলেজের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক জুয়ান কার্লোস মেরকাডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (কিউনি) এশিয়ান আমেরিকান/এশিয়ান রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জয়েস ময়, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জাতিসংঘের একটি চুক্তিবদ্ধ সংগঠন ইউনিভার্সিটি ফর পিসের বিশেষ উপদেষ্টা অধ্যাপক মেলিসা ওয়াই এবং কোডার্স্ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গোলাম সারওয়ার বলেন, এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের মহতি লক্ষ্যসমূহকে আরও শক্তিশালী করবে ও তা বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী, বেকার, ছদ্মবেকার বা অর্ধবেকার যুব সমাজকে বিশেষ করে বেকার নারীদের দক্ষ কর্মীশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে কোডার্স্ট্রাস্টের নিরলস ভূমিকা ও প্রয়াসের প্রশংসা করেন।

আরও পড়ুন

আজিজ আহমদ বলেন, সিটি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে এই অংশীদারত্ব তাঁর জন্য ব্যক্তিগতভাবে বিশেষ অর্থ বহন করে এবং তিনি সিটি কলেজের কর্তৃপক্ষের নিকট এই সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ। এই সুযোগ তাঁকে বেকার, অর্ধবেকার বা ছদ্ম বেকার যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে রূপান্তর করার অংশীদারত্বমূলক দায়িত্ব পালন করার পথ তৈরি করে দিয়েছে। এর ফলে তিনি নিউইয়র্ক ও বাংলাদেশ যৌথ বাসিন্দা হিসেবে উভয় স্থানের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন।

কোডার্স্ট্রাস্ট একটি ডিজিটাল প্রকৌশলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ার প্রতিষ্ঠান। আর নিউইয়র্কের সিটি কলেজ হলো নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয় (সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-কিউনি) ব্যবস্থার অধীনস্থ একটি সরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় যা সংক্ষেপে সিটি কলেজ অব নিউইয়র্ক বা সিসিএনওয়াই নামেও পরিচিত।

আরও পড়ুন